উপদেষ্টা মাহফুজ আলম

হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেয়া প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া নির্বাচন নয়

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৮:২৬ পিএম
হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেয়া প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া নির্বাচন নয়

ফ্যাসিবাদী হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেয়া প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া কোন নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সম্মিলিত রামগঞ্জবাসীর আয়োজন শনিবার বিকালে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি।

রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দিদারুল ইসলাম সভাপতিত্বে উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন রাষ্ট্র গ্রহণের সুযোগ পেয়েছিলাম। কিন্তু দেখতে পেলাম আমাদের মাঝে ঐক্যের ঘাটতি রয়েছে।

তিনি বিগত সরকার প্রধানের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে টিকিয়ে রেখেছিলো। যাদের আক্রোশে শিশু গুমের শিকার হয়েছে, মা-বোন খুন-গুম ধর্ষণের শিকার হয়েছে। রাজনৈতিক নেতাকর্মীরা আক্রমণের শিকার হয়েছে। সেসব প্রতিষ্ঠানের সংস্কার আর দালালদের বিচার ছাড়া কোন নির্বাচন নয়।

বলেন, আওয়ামী লীগ দিল্লীর কোলে আশ্রয় নিয়ে যদি আবারো আমাদের দিকে চোখ রাঙাতে চায় আমরা বসে থাকবো না, আমরা আবারো লড়াই করবো।

রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন ও গৃদকলিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের প্রভাষক বাতিনের যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমের পিতা মো. আজিজুর রহমান বাচ্চু মোল্লা, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. নাজমুল হাসান পাটোয়ারী, সাবেক আমির মাস্টার আবুল হোসাইন, রামগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহ-সভাপতি মো. জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা সভাপতি ডা. রফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি মাওলানা হাফেজ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা মো. আজিজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ