কমিটি প্রকাশের ৩৩ দিন পর অবশেষে বিশাল মিছিল সহ ক্যাম্পাসে প্রবেশ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক কমিটি। আজ রোববার সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা সহ সাবেক ও বর্তমান নেতাকর্মীরা একসাথে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এতদিন বিভিন্ন পদকেন্দ্রিক দ্বন্দ্বের কারণে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ক্যাম্পাসে প্রবেশ করেনি। তবে এবার সব ভেদাভেদ ভুলে একসাথে দেশের এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছে শাখা ছাত্রদল।
এসময় উপস্থিত নেতৃবৃন্দরা জানান, ছাত্রদের অধিকার আদায়, শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং দেশের সমৃদ্ধির জন্য এক হয়ে কাজ করতে চাই ছাত্রদল। দেশ ও ছাত্রসমাজের সেবা করাই তাদের প্রধান লক্ষ্য।
পদবঞ্চিতদের বিষয়ে নবগঠিত কমিটির নেতারা জানান, তারা ইতোমধ্যে পদবঞ্চিতদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তাদের অভিমান নিরসনের জন্য কাজ চলছে। অচিরেই সংগঠনের ঐক্য আরও দৃঢ় হবে বলে তারা আশাবাদী।
এসময় জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সুদৃঢ়ভাবে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ ও ইতিহাসের দায়কে মাথায় নিয়ে সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। জবি শাখা ছাত্রদল একটি বৃহৎ ছাত্র সংগঠন। এখানে নেতৃত্বে আসতে ত্যাগ ও শ্রমের মূল্যায়ন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদল গত কমিটির ২৮৬ জনের মধ্যে ২৭ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এখানে যারা বাদ পড়েছেন, তাদের অভিমান স্বাভাবিক। আমি তাদের এ অভিমানকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে সিনিয়রদের সঙ্গে একাধিকবার বসেছি। যারা বাদ পড়েছেন, তাদের ক্ষোভ নিরসনে কাজ করছি। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করাই আমাদের অঙ্গীকার।
এসময় সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই দেশের ক্রান্তিকালে জনগণের পাশে থেকেছে। আমি নবগঠিত কমিটির উদ্দেশ্যে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল যেন সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ সমুন্নত রাখে।
এসময় জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ছাত্রদলের নেতা-কর্মীদের সাহসিকতা, একাগ্রতা এবং আন্দোলনের প্রতি তাদের অটুট বিশ্বাসের জন্য প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও যেকোনো সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়াউদ্দিন বাসেত, শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম কবির মিঠু, নতুন আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, মো. শাহরিয়ার হোসেন, মো. মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান বিন অনিক, জাহিদুল ইসলাম জাহিদ, মেহেদি হাসান রুদ্র, মো. মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব এবং কমিটির সদস্য রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভির রহমান, মাহিদ খান, ইমরান হাসান ইমন প্রমুখ।
এর আগে, গত ২৪ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রকাশের ৩৩ দিন পর ক্যাম্পাসে প্রবেশের অন্যতম কারণ ছিল পদবঞ্চিতদের প্রতিবাদ। ছাত্রদলের একাংশ কমিটিতে নিজেদের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তোলেন।
আরএস