লালমোহনে ইয়াবাসহ মাদককারবারি আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০২:৩৬ পিএম
লালমোহনে ইয়াবাসহ মাদককারবারি আটক

ভোলার লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. ইউসুফ ও মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করে।

আনোয়ার পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এর পূর্বেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

ইএইচ