ভোলার বোরহানউদ্দিনে পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি ) বিকেলে বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেল প্রশাসন সুত্র জানায় সরকার বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা ও ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রায়হান উজ্জামান।
এছাড়া মুদি দোকানে দোকান মুল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস,মুদি দোকানি মোঃ রায়হানকে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১হাজার টাকা করে জরিমানা করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া।
এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান গণমাধ্যম কে জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
আরএস