তারুণ্যের উৎসব উপলক্ষ্যে লাকসামে পরিচ্ছন্নতা অভিযান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০২:১৩ পিএম
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে লাকসামে পরিচ্ছন্নতা অভিযান

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিবাদ্যে লাকসামে  তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে তরুণদের অংশগ্রহণ পৌরসভার সহযোগিতায় লাকসাম  শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

মঙ্গলবার  (২৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, কাউসার হামিদের 
নির্দেশনায় সরাসরি অংশগ্রহণে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মজির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান বাদল, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, লাকসাম  প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মজিবুর রহমান দুলাল, প্রেসক্লাবের আহ্বায়ক মনির আহমেদসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা  অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা, উপজেলার সকল সরকারি অফিস, শিক্ষা অফিস, সিভিল সোসাইটি সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী, পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউসার হামিদ  বলেন, পৌরসভাকে আমরা ১৫ টি ব্লকে ভাগ করে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেছি পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল লাকসাম পৌরসভা গড়ে তুলতে চাই।

বিআরইউ