হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৩ বসতঘর

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৩:৫৭ পিএম
হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৩ বসতঘর

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি অসহায় পরিবারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মাথাগোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে পরিবারগুলো।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফয়জুল্লাহ সারাংয়ের দক্ষিণ বাড়িতে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই বাড়ির মৃত আবুল হোসেন মিস্ত্রির পুত্র মোহাম্মদ শরিফ (৬০), মৃত আবু তাহেরের পুত্র মোহাম্মদ আবু তৈয়ব (৪০), মৃত মোহাম্মদ আলীর পুত্র মোহাম্মদ সালাউদ্দীন (৪৫) ও মোহাম্মদ আলমগীর (৪৫), মৃত আবুল খায়েরের পুত্র মোহাম্মদ এমদাদুল ইসলাম (৪৭), তৌহিদুল ইসলাম (৩৫) নূরুল ইসলাম (৫৫), মোহাম্মদ দিদার (৫৭), ও মোহাম্মদ সেলিম (৪২), মৃত আব্দুস সাত্তারের পুত্র আব্দুল শুক্কুর (৬০), মোহাম্মদ ফারুক (৫০), মোহাম্মদ শহিদুল্লাহ (৪৫) মোহাম্মদ পারভেজ (৪০)।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, সবাই শবে মেরাজের নামাজ আদায় করে রাতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ শব্দ শুনে সবাই ঘর থেকে বের হয়ে দেখতে পাই আব্দুল শুক্কুরের রান্নাঘর থেকে আগুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়ছে।

ধারণা করা হচ্ছে, শুক্কুরের রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১৩টি পরিবারের টিনসেড ও আধাপাকা ঘর ও ঘরে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।

এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার এগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের পরবর্তী সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এবিষয়ে জানতে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে সিয়াম নামে এক কর্মচারী বলেন, এভাবে ফোনে কোন তথ্য দেওয়া নিষেধ রয়েছে। সশরীরে অফিসে উপস্থিত হয়ে তথ্য নিতে পারেন। পরে স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান মুঠোফোনে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিআরইউ