এসডিএফ’র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৫:৫৬ পিএম
এসডিএফ’র উদ্যোগে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর উদ্যোগে দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়ন নিয়ে একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় এসডিএফ-এর চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এসডিএফ-এর রংপুর আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ-এর ডিস্ট্রিক্ট ম্যানেজার আব্দুস সামাদ এবং যুব কর্মসংস্থানের জেলা কর্মকর্তা তাহমিনা খানম।

অনুষ্ঠানে বক্তারা দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে এসডিএফ-এর কার্যক্রমের সফলতা তুলে ধরে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় নারী উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বিআরইউ