চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, মেশিন জব্দ

মো. আসাদুজ্জামান খান, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৮:৩৩ পিএম
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, মেশিন জব্দ

হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি নামক স্থানে মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসন এর এক যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ৷ অভিযান পরিচালনা করেন  মোহাম্মদ রবিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট।  

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১০ টি মেশিন এবং আনুমানিক ২০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট করা হয়৷ ঘটনাস্থল থেকে অবৈধভাবে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর এবং ২ টি মেশিন জব্দ করা হয়৷ 

উক্ত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷  চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে ধরনের অভিযান চলমান থাকবে৷

আরএস