নান্দাইলে ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষ প্রকাশনা উৎসব

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০১:২৭ পিএম
নান্দাইলে ছাত্রশিবিরের উদ্যোগে নববর্ষ প্রকাশনা উৎসব

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) নান্দাইল উপজেলার চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত নববর্ষ প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন, ময়মনসিংহ জেলা ছাত্র শিবিরের সভাপতি এমদাদুল হক।

নান্দাইল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি আল মামুনের সঞ্চালনায় ছাত্রশিবিরের প্রকাশিত বিভিন্ন একাডেমিক ও সাংগঠনিক বিষয়ক বই, পুস্তিকা, ক্যালেন্ডার সহ নানাবিধ শিক্ষণীয় প্রচারণা কার্ড প্রকাশনার স্টলগুলোতে ছিল ভরপুর আয়োজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম হামীম, জেলা ছাত্র শিবিরের দপ্তর সমন্বয়ক জুবায়ের আল মাহমুদ, নান্দাইল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জেলা ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক বলেন, মানুষের কল্যাণময় সকল ভালো কাজের পাশে ইসলামী ছাত্রশিবির কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।

বিআরইউ