পাংশায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০২:৪৪ পিএম
পাংশায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍` প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী এস,এম আবু দারদা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ. জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা ও শিল্পকলা অ্যাকাডেমির ইনচার্জ মো. সাইফুল ইসলাম।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তারুণ্য উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, অলিম্পিয়াড, বিতর্ক, কুইজ ও রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

ইএইচ