সন্দ্বীপে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

সন্দ্বীপ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:৩৮ পিএম
সন্দ্বীপে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ২ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ নবম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা কৃষি অফিসার আতিকুল্লাহ, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাইফুল ইসলাম, অধ্যক্ষ কামরুল হাসান, দিদারুল আলম, আমিন রসুল খান।

উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, ছাত্র প্রতিনিধি সাদমান সজীব, মনিরুল ইসলাম, কেফায়েত উল্ল্যা, শরিফ হোসেন,   বিভিন্ন কলেজের অধ্যক্ষ স্কুলের প্রধান শিক্ষকরা।

এ সময় ইউএনও রিগ্যান চাকমা বিজ্ঞানের সফলতা তুলে ধরে স্টলে বিজ্ঞানের কারিকুলাম দেখে তার কাজ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। দিনব্যাপী মেলায় শিক্ষার্থীরাসহ সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ