মোরেলগঞ্জে স্কাউটসের কমিশনার মানজার, সম্পাদক লুৎফর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৪:৪৪ পিএম
মোরেলগঞ্জে স্কাউটসের কমিশনার মানজার, সম্পাদক লুৎফর

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্কাউটসের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে অনুষ্ঠিত ত্রৈবার্ষিক কাউন্সিলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও জেলা স্কাউটস্ এর সাবেক কমিশনার মো. আসাদুল কবির।

কাউন্সিলে পরবর্তী ৩ বছরের জন্য কমিশনার নির্বাচিত হয়েছেন এসপি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাসনিম আলম মানজার ও সম্পাদক নির্বাচিত হয়েছেন বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. কামরুল আহসান, মো. ইউনুস আলী আকন ও আব্দুল আলিম হাওলাদার। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দারুল কোরআন ফজলুল করিম দাখিল মাদরাসার সুপার মো. বেল্লাল হোসেন।

ত্রৈবার্ষিক কাউন্সিলে ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরের ১২৫টি ও ৩টি মুক্ত দলের ৮৭৪ জন কাউন্সিলরের মধ্যে ৭০৮ জন কাউন্সিলর কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন।

ইএইচ