কাউখালীতে চার জেলেকে জাটকা নিধনের দায়ে কারাদণ্ড

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:৩৬ পিএম
কাউখালীতে চার জেলেকে জাটকা নিধনের দায়ে কারাদণ্ড

পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির রেণু পোনা নিধনের অভিযোগে চার জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. বাদশা হাওলাদারের ছেলে মো. রহিম হাওলাদার (৩০), মো. মকবুল শেখের ছেলে মো. হবি শেখ (৫০), মো. মজিবর শেখের ছেলে মো. মুহিদুল শেখ (২১) ও আল আমিনের ছেলে মো. রাকিব। তাদের সবার বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকায়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীতে নৌ পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে লক্ষাধিক ঝাটকা ইলিশ ও রেণু পোনাসহ চার জেলেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়।

ইএইচ