বাংলাদেশ স্কাউট পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৯ম ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেকেন্দার আলী, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (পাবনা-সিরাজগঞ্জ) জামাল উদ্দীন, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ও ভাঙ্গুড়া সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেব কামাল রতন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ওয়ালি উল্লাহ, ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার সভাপতি, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক ও শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভাকে কমিশনার করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইএইচ