মহাদেবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৭:১১ পিএম
মহাদেবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নওগাঁর মহাদেবপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসমত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, জেলা মজলিশে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামি মহাদেবপুর উপজেলা শাখার আমির আব্দুল আজিজ সুমন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, উত্তর গ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাসান আলী, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. আরিফুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. আমিনুল হক, মেহেদী হাসান প্রমুখ।

সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. আরিফুজ্জামান সকল সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

ইএইচ