শিশু হত্যার বিচার চেয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৭:৫৫ পিএম
শিশু হত্যার বিচার চেয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশালের গৌরনদীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে শিশু সাফওয়ান হত্যার বিচার চেয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে নগরীর বিএম কলেজ রোডে কলেজ গেটে এ মানববন্ধন হয়।

এ সময় শিক্ষার্থীরা মামলার সব আসামিকে গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান। হত্যার শিকার হওয়া শিশু ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসেছিল।

মানববন্ধনে বক্তৃতা দেন, ইলিয়াস তালুকদার, রুম্মান হোসেন, জহির রায়হান, সাগর মৃধা প্রমুখ।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, হত্যার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

ইএইচ