নাসিরনগরে বিএনপির জনসভা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৫২ পিএম
নাসিরনগরে বিএনপির জনসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা গোয়ালনগর স্কুল মাঠে গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী তারেক মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক মিয়ার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

ডা. লায়ন কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ, সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহাম্মেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য হুসাইন আহাম্মেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী বরকত উল্লা, আলমগীর চেয়ারম্যান, প্রবাসী ফোরামের সভাপতি আব্দুল হাকিম, নাসিরনগর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মো. ইয়াছিন মিয়া, পাঁচ বারের ইউপি সদস্য মো. আজদু, মো. আব্বাস মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন,আবদুল বাতেন শরীফ প্রমুখ।

ইএইচ