ভাঙ্গুড়া কয়ড়া ছাড়া নাসির আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী (ভূমি) তাসমিয়া আক্তার রোজি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মাওলানা জাহাঙ্গীরের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খান মরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কুরবান আলী, দৈনিক আমার সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা সহকারী ভূমি তাসমিয়া আক্তার রোজি বলেন, ক্রীড়া মনকে উৎফুল্ল রাখে এবং শরীরকে সুস্থ রাখে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী হতে হবে।
ইএইচ