কাজী ফার্ম বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:০১ পিএম
কাজী ফার্ম বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবলে কাজী ফার্ম বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের অবস্থিত কাজী ফার্মের বিভিন্ন ময়লা আবর্জনায় অতিষ্ট হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এমন সংবাদ পেয়ে এলাকাবাসীর স্বার্থে গত কিছুদিন আগে কাজী ফার্মে যান রায়হান আখঞ্জী, আরাফাত ইসলাম শাওন ও আল আমিনসহ কয়েকজন সমন্বয়ক। তারা ফার্মে গিয়ে কাউকে না পেয়ে তাৎক্ষণিক বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানকে বিষয়টি অবগত করেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বদলি হওয়ার পর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়।

বর্তমান উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন যোগদান করার পর এ বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে রায়হান আখঞ্জী, আরাফাত ইসলাম শাওন ও আল আমিনের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় ষড়যন্ত্রমূলক একটি সংবাদ প্রকাশ হয়। এ ঘটনার জের ধরে কাজী ফার্ম বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্ররা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদেরকে সুবিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।

উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ