মঠবাড়িয়ায় জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সামগ্রী বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০২:৫৬ পিএম
মঠবাড়িয়ায় জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সামগ্রী বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাটাখাল নামক স্থানে জেলেপল্লির সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী- লিপজেল, শ্যাম্পু, বেবি লোশন, সাবান এবং ব্রাশ বিতরণ করা হয়েছে।

শনিবার হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতেখড়ি ফাউন্ডেশনে পরিচালক রুবেল মিয়া নাহিদ, সভাপতি সজীব মিত্র, সহ-সভাপতি আবিদ হাসান, মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর হালদার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জিয়া হক, সদস্য উম্মে জাহান, রাব্বি, রোহিত প্রমুখ।

হাতেখড়ি ফাউন্ডেশনের পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, আমরা শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ও শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে বুঝাতে সক্ষম হয়েছি। তাই শীত সামগ্রী শিশুদের হাতে তুলে দিয়েছি।  
সমাজসেবক এ আর মামুন খান বলেন, এই কর্মসূচি বাচ্চাদের জন্য উপকারী হবে। সবাই এভাবে এগিয়ে এলে ওরা আরও উৎসাহী হবে এবং ঝড়ে পড়ার হার কমবে। আমাদের সবাইকে এসব সুবিধাবঞ্চিত শিশুদের কথা ভাবতে হবে।

ইএইচ