কিশোরগঞ্জে ৭৪ পিস ইয়াবাসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৪:১২ পিএম
কিশোরগঞ্জে ৭৪ পিস ইয়াবাসহ আটক ২

কিশোরগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে শহরের নগুয়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন শহরের আখড়াবাজার এলাকার সিরাজ মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও শহরের হারুয়া সওদাগর পাড়া এলাকার আ. রহমানের ছেলে মো. ইয়াসিন (৩০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নগুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইয়াসিন ও মনির হোসেনকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ হাজার পাঁচশত টাকা এবং একটি মিশুক গাড়িসহ তাদেরকে হাতেনাতে আটক করি।
এ বিষয় আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ