বরগুনার তালতলীতে একটি সার-কিটনাশকের দোকানে রাতে অধারে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানে থাকা প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার উপজেলার নিউপাড়া এলাকার বাধঘাট এলাকায় রাতের যে কোনো সার-কিটনাশকের দোকানে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের নিউ পাড়া এলাকায় সার-কিটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে একটি দোকান দিয়ে আসছেন সোহবাহান নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ী। সারাদিন দোকানের কাজ শেষ করে রাত ১০টার দিকে বাড়িতে যায়। রাতের যে কোনো সময়ে দোকানের ভেতর আগুন লাগে। এতে দোকানে থাকা কিটনাশক মালামাল, চাল, পশুখাদ্য, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ক্যাশবাক্সসহ প্রায় ২০ থেকে ২১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সকালে স্থানীয়রা দোকানে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দোকানের ভেতরে আগুন দেখে ব্যবসায়ী সোহবাহানকে জানান। তিনি দোকানে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী সোহবাহান কান্নাজনিত কণ্ঠে বলেন, আমি বিভিন্নভাবে ঋণ ও মহাজন থেকে বাকিতে মালামাল নিয়ে ব্যবসা বাড়াই। আমার কাছে এখনো ১২ লাখ টাকা পাবে মানুষ। এর মধ্যে আগুনে দোকানে থাকা তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পোড়া মালামাল ছাড়া আমার আর কিছুই বাকি নেই। এখন ব্যবসা করবো কীভাবে? সংসারই বা চলবে কীভাবে? কী খেয়ে থাকব আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না! আমি নিঃস্ব হয়ে পথে বসে গেলামা।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন,ক্ষতিগ্রস্ত ঐ ব্যবসায়ীকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে।
ইএইচ