চিলমারীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:৩২ পিএম
চিলমারীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের চিলমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উপজেলার মনিয়ার ডারার নিজ বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. ফারুক মিয়া (৪০)। তিনি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডাওয়াইটারী মনিয়ার ডারা এলাকার চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছেন, শনিবার ভোর ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী মো. ফারুক মিয়াকে (৪০) থানাহাট ইউনিয়নের ডাওয়াইটারী মনিয়ার ডারা এলাকার নিজ বাড়ি থেকে (তিন) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাজমুস সাকিব সজীব বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ