সাঘাটায় মাদরাসায় হামলা: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সাঘাটা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:০৭ পিএম
সাঘাটায় মাদরাসায় হামলা: শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধার সাঘাটা উপজেলার জ্ঞানের ভুবন আল মাহাদ ওমর ইবনুল খাত্তাব মডেল মাদরাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মাদরাসা কর্তৃপক্ষের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ কিছু ব্যক্তি প্রতিষ্ঠানটিতে হামলা চালিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মারধর করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।

শুক্রবার সকাল ১১টা নাগাদ এ হামলার ঘটনা ঘটে।

মাদরাসার জমিতে ধান রোপণে বাধা দিলে একদল সন্ত্রাসী সংঘর্ষে জড়ায়। পরে তারা প্রতিষ্ঠানটির ভেতরে ঢুকে এলোপাতাড়ি মারধর ও ভাঙচুর শুরু করে। এতে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন এবং প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার প্রতিবাদে শনিবার মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ইএইচ