চরফ্যাশনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:৫৮ পিএম
চরফ্যাশনে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত

‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্যে চরফ্যাশনে পালিত হয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় উপজেলার দৌলতখাঁন কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার (এফডিএ) আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক জহিরুল ইসলাম, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠানে বক্তারা ভেজাল খাবার চেনার বিভিন্ন উপায় নিয়ে দীর্ঘ আলোচনা করেন এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণে আরও সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইএইচ