আজ ফেনীতে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:০৪ এএম
আজ ফেনীতে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান আজ ফেনীতে আসছেন।

তিনি ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের সাথে মতবিনিময় এবং দাগনভূঞা উপজেলায় পথসভায় বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলা জামায়াত ইসলামির প্রচার সেক্রেটারি আনম আব্দুর রহিম জানান, ডা. শফিকুর রহমান সোমবার সকালে পরশুরাম যাবেন এবং সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত মুহুরি নদী সংলগ্ন ভারত সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন করবেন ও স্থানীয় মানুষজনের সাথে কথা বলবেন।

একইদিন দুপুরে পরশুরামে উপজেলা জামায়াতের আয়োজনে পথসভায় বক্তব্য দেবেন।

পরে তিনি জুলাই অভ্যুত্থানে নিহত ফুলগাজীর ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত, চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত নতুন ঘর উদ্বোধন এবং শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে শহিদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করবেন।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, পরশুরামে বিএসএফ কর্তৃক অন্যায়ভাবে নদীর বাঁধ কেটে দেয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীবাসী এক মাসের ও বেশী সময় ধরে ৮-১০ফুট পানিতে নিমজ্জিত ছিল। যার ধকল এখন পর্যন্ত কাটেনি। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সে বাঁধ পরিদর্শন করবেন ও সেখানকার মানুষের খোঁজখবর নিবেন।

ইএইচ