বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি যমুনার চরাঞ্চলের বাদাম চাষিরা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১২:২৯ পিএম
বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি যমুনার চরাঞ্চলের বাদাম চাষিরা

টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার চরাঞ্চলের মাটি ও এখানকার আবহাওয়া বাদাম চাষের উপযোগী হওয়ায় চলতি বছরে বাদামের বাম্পার ফলন হয়েছে।

একদিকে বাম্পার ফলন এবং অন্যদিকে স্থানীয় হাট-বাজার গুলোতে বাদামের দাম ভালো পাওয়ায় খুশি চরাঞ্চলের বাদাম চাষিরা।

বিঘাপ্রতি বাদাম উৎপাদন হয়েছে ১০ থেকে ১২ মন। স্থানীয় হাট-বাজারে প্রতিমন বাদাম বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে চার হাজার টাকায়। খরচ বাদে বিঘা প্রতি বাদাম চাষিদের লাভ হচ্ছে ১২ থেকে ১৫ হাজার টাকা।

বাদাম চাষ লাভজনক হওয়ার প্রতিবছর অন্যান্য ফসলের চেয়ে অধিক জমিতে বাদাম চাষ করেন যমুনা চরাঞ্চলের চাষিরা।

ভূঞাপুরের যমুনা চরাঞ্চলের কৃষকেরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রতিবছর বন্যা পরবর্তী সময়ে যমুনার বুকে জেগে উঠা বালুচরে বাদামের চাষ করেন। চলতি বছরেও উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের ব্যাপক বাদামের আবাদ হয়েছে। খেত থেকে বাদাম সংগ্রহ করে হাট-বাজারে বিক্রি শুরু করেছে বাদাম চাষিরা।

উপজেলার গাবসারা ইউনিয়নের যমুনা চরাঞ্চলের বাদাম চাষি ফরিদুল ইসলাম, ইদ্রিস আলী, তুলা মিয়া সহ আরো অনেকে বলেন, আমরা প্রতি বছর যমুনা চরাঞ্চলে বাদামের চাষ করে থাকি। অন্য বছরের চেয়ে এবছর বাদামের ফলন ভালো হয়েছে। স্থানীয় হাট-বাজারগুলোতে বাদামের চাহিদা থাকায় ও দাম ভালো পাওয়ায় আমরা খুশি। আগামীতে আমরা আরও বেশি জমিতে বাদাম চাষ করবো।

তারা আরও বলেন, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে আমাদের উন্নতমানের বাদাম বীজ ও সার বিতরণ করেছেন। এছাড়া বাদামের উৎপাদন বৃদ্ধি জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

গোবিন্দাসী হাটে আসা বাদামের মহাজন ইব্রাহিম ও আলামিন বলেন, এ বছর বাদামের চাহিদা বেশি থাকায় বেশি দামে বাদাম কিনতে হচ্ছে আমাদের। হাটগুলোতে বাদামের আমদানি অনেক বেশি। বর্তমানে আমরা প্রতি মন আড়াই হাজার থেকে শুরু করে ৪ হাজার টাকায় বাদাম কিনছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেছুর রহমান বলেন, আমাদের যমুনা চরাঞ্চলের মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। এছরও চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে খেত থেকে বাদাম সংগ্রহ শুরু করেছে চাষিরা। স্থানীয় হাটগুলোতে ভালো দামে বিক্রি হচ্ছে বাদাম। চলিত বছরে উপজেলার যমুনা চরাঞ্চলের ১ হাজার ৭৩০ হেক্টর জমিতে ৩ হাজার ১৩১ মেট্রিকটন বাদাম উৎপাদন হয়েছে।

ইএইচ