হাতীবান্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১২:৩৩ পিএম
হাতীবান্ধা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ