স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সন্দ্বীপ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের জন্য সন্দ্বীপ পৌরসভায় ড্রোন জরিপ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ পৌরসভার প্রশাসক রিগ্যান চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
শেলটেক কনসালটেন্টস (প্রা.) লিমিটেড নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আরিফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন।
আরও বক্তব্য দেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌরসভা বিএনপির সদস্যসচিব আবুল বশার জিএস প্রমুখ।
ইএইচ