দীঘিনালায় আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

দীঘিনালা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:৪১ পিএম
দীঘিনালায় আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালায় খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামি দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি ও চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ মাস্টারকে গ্রেপ্তার করেছে দীঘিনালা থানা পুলিশ।

সোমবার দুপুরে ছোটমেরুং এলাকা থেকে এজারনামীও আসামি দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল লতিফ মাস্টারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি ছোটমেরু ১নং কলোনি এলাকার মৃত নুর হোসেন ছেলে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, লতিফ মাস্টারের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এজাহারভুক্ত তিনটি মামলা রয়েছে।

ইএইচ