সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গুরুতর আহত

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৪:৩৯ পিএম
সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গুরুতর আহত

কক্সবাজারে যুবদল নেতা সাইফুল ইসলাম (৪০) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবদল নেতা সাইফুল সদরের ঝিলংজা ১নং ওয়ার্ড পূর্ব লারপাড়া এলাকার নুরুল হুদা জুনুর ছেলে।

স্থানীয়রা জানান- নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা সাইফুলকে প্রথমে গুলি করে পরে ছুরি দিয়ে নৃশংসভাবে আঘাত করে। এ সময় তার সাথে থাকা একই এলাকার মূসা নামে আরেক যুবককে মাথা আঘাত করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার সংবাদকে জানান, বিষয়টি আমি শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

ইএইচ