ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাস এলাকা থেকে ৯৮০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মো. গোলাম রব্বানী (৩০) ও মো. মিলন হোসেন (৩২) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার র্যাবের একটি চৌকস অভিযানিক দল সকালে রহমতপুরের বাইপাস মোড়ে মুক্তাগাছাগামী মহাসড়ক এলাকায় অপারেশন কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় নেশাজাতীয় ৯৮০ পিস ইনজেকশন ও ৩টি মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের মূল্য প্রায় ১ লক্ষ ৯৬ হাজার টাকা।
জানা যায়, মো. গোলাম রব্বানী (৩০) জয়পুরহাটের পাঁচবিবি থানার উত্তর গোপালপুর এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে এবং মো. মিলন হোসেন একই এলাকার মো. দুলাল হোসেনের ছেলে।
অপরদিকে, দিগার কান্দা বাইপাস এলাকায় অভিযানে ৬৩১ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি ও র্যাব ১৪ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। এ ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পরে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়।
ইএইচ