ধর্মপাশায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে ডিসি

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:০৯ পিএম
ধর্মপাশায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে ডিসি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন বাঁধের মেরামত কাজ তদারকি করেন।  

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (পওর-১) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মো. মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও ধর্মপাশা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি জনি রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা, ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও কাবিটা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির সদস্য এবং এলাকার ব্যক্তিবর্গ।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, কাজের গতি বাড়িয়ে দিতে বলেছি। বাঁধগুলো আরও ভালভাবে কমপেংশন করতে হবে। বিভিন্ন দিকনিদর্শনা দিয়েছি। আশা করি ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হবে।

ইএইচ