বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। এ জন্য ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত। তিনি বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রতিটি ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
সোমবার দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, বল্লামুখা বাঁধ নিয়ে সরকার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের পথে হাঁটুক। শুধু এ বেড়িবাঁধ নয়, পুরো নদীজুড়ে যে বøকগুলো দেওয়া হয়েছিল সেগুলো পড়ে গেছে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। সেখানে যদি দুর্নীতি না হতো, বছর বছর যে বাজেট হয়েছে তা কাজে লাগতো তাহলে মানুষের এ দু:খ দূর হয়ে যেতো। ভয়াবহ বন্যার কবল থেকে মানুষ রেহাই পেত।
জামায়াত আমির বলেন, সরকার পতনের আন্দোলনে প্রবাসীদের বড় অবদান রয়েছে। এ আন্দোলনে ও দেশ গড়ায় প্রবাসী ভাইদের অবদান অস্বীকার করতে পারব না। তাদের বিশাল অবদান রয়েছে। এজন্য আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা পঙ্গু হয়েছেন তাদের ন্যায় আমরা প্রবাসীদের কাছেও ঋণী। সব মিলিয়ে পুরো জাতির কাছেই আমরা ঋণী।
জামায়াত আমির আরও বলেন, যাদের ত্যাগ ও তীতিক্ষার জন্য আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান রেখে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। তার মধ্যে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের সুচিকিৎসার জন্য সরকার ও জনগণ মিলে সর্বাত্মক চেষ্টা করতে হবে।
এর আগে ডা. শফিকুর রহমান সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বল্লারমুখা বাঁধ পরিদর্শনে যাওয়ার পথে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে সন্ত্রাসীদের গুলিতে নিহত শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণের গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারকে সান্ত¦না দেন। পরে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারকে দেয়া নতুন ঘর উদ্বোধন করেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরএস