যশোরের চৌগাছায় এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক ইকরামুল (৩১) নামে এক জনকে গ্রেফতার করেছেন চৌগাছা থানা পুলিশ। সোমবার (২ জানুয়ারি) ইকরামুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটি একই গ্রামের পাশাপাশি ঘরের বাসিন্দা । ধর্ষক ইকরামুল উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বহিলাপোতা গ্রামের আলাউ্দ্দীনের ছেলে।
মামলার নথি সূত্রে জানা যায়, ভিকটিম মেয়েটির ও ধর্ষক ইকরামুলের ঘর পাশাপাশি। সোমবার রাতে ইকরামুল ও ভিকটিম পাশাপাশি ঘরের বারান্দায় শুয়ে ঘুমাচ্ছিলো।
আসামি ইকরামুল একই ঘরের ভেতরে শোয়া ছিল। ইকরামুল এর স্ত্রী ঘুমিয়ে পড়লে ইকরামুল ভিকটিম কিশোরীকে মোবাইলের কথা বলে ঘরের ভিতরে ডেকে নেয়। এসময় মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ৯৯৯ কল দিলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। পরে ধর্ষক ইকরামুলকে আটক করে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে কিশোরী ধর্ষিত হওয়ার আলামত পান । ধর্ষক ইকরামুলকে আদালতে প্রেরণ করা হয়।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা ইমন বলেন, মেয়েটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আসামি ইকরামুলকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
আরএস