বাংলাদেশ নারী প্রগতি বিএনপিএস এর সন্দ্বীপ কেন্দ্রের আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সন্দ্বীপের গুপ্তছড়া সড়কে হারামিয়া বে ভিউ গার্ডেনে সন্দ্বীপ উপজেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডারবান্ধব পরিবেশ তৈরি বিষয়ক দিন ব্যপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপিএস পরিচালক শাহনাজ সুমি উপপরিচালক নাসরিন বেগম, প্রশিক্ষণে সাথে থেকে সহযোগিতা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্র ব্যবস্থাপক মো. শামসুদ্দিন এবং উন্নয়ন কর্মকর্তা শাহিনা বেগম, প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন,ও রাশেদা বেগম প্রমুখ।
প্রশিক্ষণে জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি মুক্ত কর্মপরিকল্পনা মহামান্য হাইকোর্ট প্রদত্ত নীতিমালা বাস্তবায়ন করে প্রনায়ন করতে হবে, স্কুলে বিদ্যমান যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে, জেন্ডার সমতা ও জেন্ডার ন্যায্যতা বৃদ্ধি করতে হবে।
আরএস