জামায়াত আমির

শহীদ পরিবারের পাশে দাঁড়ানো ও আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে হবে

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:১৫ পিএম
শহীদ পরিবারের পাশে দাঁড়ানো ও আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, তাদের প্রতি সম্মান রেখে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। তার মধ্যে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহতদের সুচিকিৎসার জন্য সরকার ও জনগণ মিলে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

সোমবার বিকেলে ফেনী শহরের একটি কনভেনশন হলে ’২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, গণ-আন্দোলনের সময় ফেনীর মহিপালে দিনে দুপুরে জনসম্মুখে যারা গুলি চালিয়েছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে। জামায়াত আমির বলেন, দেশে চাঁদাবাজিসহ অপকর্ম অব্যাহত রাখলে এটা হবে ২৪ এর শহীদদের জন্য বিশ্বাসঘাতকতা। আমরা দুর্নীতি, চাঁদাবাজ ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ দেখতে চাই। সাম্য ও সত্যের বাংলাদেশ চাই। তিনি আরও বলেন, জামায়াত সর্বোচ্চটুকু দিয়ে ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের পাশে থাকবে।

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্ম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, সাবেক বৃহত্তর নোয়াখালী জেলা আমির মাওলানা আবদুস সাত্তার, সাবেক ফেনী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম শামছুদ্দীন, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম।
বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির সভাপতি আবু হানিফ হেলাল ও আন্দোলনে শহীদ মাহবুবুল হাসান মাছুমের ভাই মনজুরুল হাসান।

এ সময় গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস