ব্রক্ষপুত্র নদের বাম তীর ভাঙন রক্ষার্থে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলুয়ারচর নৌঘাটে আজ (০৩/০২/২০২৫) দুপুরে গণশুনানির আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম। এ সময় উপস্থিতি ছিলেন রংপুর বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার, রৌমারী থানা ইনর্চাজ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুনজু, উপজেলা জামাতের আমির হায়দার আলী, কুড়িগ্রাম জেলা ছাত্র সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ, নাসির উদ্দিনসহ কয়েক হাজার স্থানীয় জনতা।
এ সময় রৌমারী এবং রাজিবপুর উপজেলার নদী তীরবর্তী মানুষের নিকট থেকে গণশুনানী গ্রহণ করেন তারা। গণশুনানীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান এর দাবী তুলে ধরেন নদী তীরবর্তী সাধারণ জনতা। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডসহ বিগত স্বৈরাচার সরকারের প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং স্থানীয় নেতা কর্মীদের নানা অনিয়ম, অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন তারা।
গণশুনানীতে সাধারণ জনতার অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ড আয়োজকসহ রৌমারী উপজেলা প্রশাসন। এ বিষয় বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সার্কেল (১) আহসান হাবিব জানান, রৌমারী ও রাজিবপুর উপজেলার ব্রক্ষপুুত্র নদের পূর্ব পার ভাঙ্গণ রোধে ২৬ কিলোমিটার নদী শাসন কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন হলে জনগণকে সাথে নিয়েই নদী ভাঙ্গন কাজ বাস্তবায়ন করা হবে। বিগত দিনের প্রকল্পের কাজ কাজ গুলো পর্যায়ক্রমে হচ্ছে এবং প্রকল্পের কাজ চলমান রয়েছে।
আরএস