ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৫ পিএম
ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপি আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ইউনিয়নের চন্ডিপুর মাদ্রাসা মাঠে এই সমাবেশ হয়।

সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।খান মরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন সভা পরিচালনা করেন।

প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।’

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুর মোজাহিদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আঃ আজীজ ও নুরুল ইসলাম বরাত।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক মো. জাফর ইকবাল হিরোক, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলতাফ হোসেন, আবু হেনা মোস্তফা কামাল রেজা ।

সভায় আরো বক্তব্য দেন খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নুল, আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন, কাশেম আলী,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. হাসেম মোল্লা, রফিকুল,মানিক ,ফরিদ,ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. কুরবান আলী, মিজান, সাদ্দামসহ প্রমুখ।

আরএস