কিশোরগঞ্জে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) শহরের হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মো. শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, মঙ্গলবাড়িয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. তৈয়ুবুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. নাজমুল ইসলাম, মাও. আবু সাঈদ, নুরুল ইসলাম শেখ প্রমুখ। দিনব্যাপী কর্মমালায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও অগ্রগতি করার লক্ষ্যে নানাবিধ আলোচনা করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ ও কর্মশালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হযরত মাও. আজিজুল হক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মাদ্রাসার মুফাছির মাও. মো. তোফাজ্জল হোসেন।
আরএস