চৌগাছায় গাঁজাসহ আটক ৩

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৪৮ পিএম
চৌগাছায় গাঁজাসহ আটক ৩

যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে দুই শত গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছেন থানা পুলিশ। সোমবার রাতে  চৌগাছা থানার দশপাখিয়া ক্যাম্পের পুলিশ উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ধুলিয়ানী গ্রামের কপোতাক্ষ নদীর উত্তর পার্শ্ব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, যশোর চৌগাছা থানার ধুলিয়ানী গ্রামের মৃত চন্ডী হালদারের ছেলে তপন হালদার (৪২), ও একই গ্রামের ফজলুর রহমানের ছেলে ফয়সাল হোসেন (২৮), বড় কাবিলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), সর্ব থানা চৌগাছা, জেলা যশোর।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চৌগাছা থানাধীন ধুলিয়ানী গ্রামস্থ নতুন স্মাসান ঘাটের পূর্ব পাশ্বে কপোতাক্ষ নদীর উত্তর পাশে জনৈক বুলবুলের আতা গাছের বাগান হইতে পুলিশ চৌগাছা-ধুলিয়ানী সড়কের  এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে দুই শত গ্রাম  গাঁজা উদ্ধার করা হয়।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে  চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএস