দ্বিতীয় ধাপের ইজতেমা: প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১২:২১ এএম
দ্বিতীয় ধাপের ইজতেমা: প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আয়োজনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি হলেন সাইফুল ইসলাম (৪৮)। তিনি নরসিংদীর মাধবী থানার পিতা মৃত ইমাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাইফুল ৬নং খিত্তার মুসল্লি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গোসল করতে গেলে হঠাৎ অসুস্থ বোধ করেন।

সাথে থাকা মুসল্লি মোহাম্মদ মাহফুজুর রহমান দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেলের হাসাপাতালে জরুরি বিভাগের চিকিৎসা ডা. বিজন মালাকার জানান, নিহত সাইফুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি হৃদ্রোগ আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বলেছেন, নিহতের জানাজা ময়দানে অনুষ্ঠিত হবে। এর পর তার মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

ইএইচ