রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০১:২৬ পিএম
রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজ গ্রেপ্তার

সিরাজগঞ্জের-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র‌্যাব-২। বিষয়টি নিশ্চিত করেছেন, র‌্যাব-২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১১ টায় ঢাকার কলা বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের নিজ চেম্বার থেকে গ্রেফতার করা হয় তাঁকে। মঙ্গলবার ভোরে তাঁকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

তাড়াশ থানার ইনচার্জ এস আই আলমগীর হোসেন জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা, হত্যা চেষ্টা ও বিষ্ফোরক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলায় ১ নং আসামি ছিলেন। 

অধ্যাপক ডা. আব্দুল আজিজ তাড়াশ -রায়গঞ্জ আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকোড়শোন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি ঢাকা শিশু হাসপাতালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিআরইউ