ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের মহাজনপট্টি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানাকৃত সারের দোকান মেসার্স সিকদার এন্টারপ্রাইজ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,পৌরশহরের মহাজনপট্টি সড়ক এলাকার এই দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। যার জন্য সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্ধলক্ষ্য টাকা জরিমানা করেছি। সামনের দিকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ ও লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস