বোয়ালমারীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৫৪ পিএম
বোয়ালমারীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জর্জ একাডেমি খেলার মাঠে (স্টেডিয়াম) প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, একাডেমিক সুপারভাইজার আয়শা খানম।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিআরইউ