সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:২০ পিএম
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মহোসিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আনিসুল হককে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য উদঘাটন হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গত ৪ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর হাইওয়ে এলাকায় গুলিবিদ্ধ হন শ্রমিক আশিক মিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম সোনারগাঁও থানায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে প্রধান আসামি করে ৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ইএইচ