বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির নির্দেশে পিরোজপুর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে শংকরপাশা ইউনিয়ন,পাড়েরহাট ইউনিয়ন ও শারিকতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ কাঞ্চন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিপন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাচ্চু, জিয়া মঞ্চ পিরোজপুর জেলার আহ্বায়ক আরিফুর রহমান রুবেল, ১নং যুগ্ম আহ্বায়ক মাসুদ শেখ, যুগ্ম আহ্বয়ক বাহাদুর মল্লিক, মাইনুল ইসলাম মামুন, জিয়া মঞ্চ নেতা নুরুল হকসহ পিরোজপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময়ে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ কাঞ্চন জনসাধারণের উদ্দেশ্যে আগামী দিনের রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান ও রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ইএইচ