পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ সরকার, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার জল মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ইউপি সচিব আসুতোষ বড়াল, জেলা গ্রাম-আদালতের ম্যানেজার মৌসুমি আক্তার, প্যানেল চেয়ারম্যান আজম আলী খান, ইউপি সদস্য মো. আজম খান প্রমুখ।
ইএইচ