টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য দেন, জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার ক্রীড়ার সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের নিয়ে সম্প্রতি টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমরা এ কমিটি অতি দ্রুতই বাতিলের দাবি করছি। একই সাথে জেলার ক্রীড়ার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তিদের কমিটিতে রাখার জন্য আহ্বান করেন।
ইএইচ