খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সাথে,গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে,গুইমারা উপজেলা নির্বাহী ফিসার আইরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি,ও সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভায় গুইমারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তা দ্রুত বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন বক্তারা।
প্রধান অতিথি,জেলা প্রশাসক সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনে তিনি তার বক্তব্যে বলেন,গুইমারাবাসীর সমস্যাগুলো দ্রুত সমাধান করতে চেষ্টা করবেন। পার্বত্য এলাকায় সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে সকলের প্রতি আহ্বান জানান।
আরএস